
তাজকীর আহসান তামিম : ০৩ নভেম্বর ২০২৪ অনুষ্ঠিত হলো সিরাত মাহফিল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানটি তিন পর্বে সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং আলোচকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রথম পর্বে আলোচনা করেছেন মাওলানা আবদুল কাইয়ূম বিন নুর সাহেব, দাঈ, গবেষক, প্রভাষক আয়োশা রাঃ কামিল মাদরাসা, লক্ষীপুর। তিনি “নতুন বাংলাদেশ গঠনে রাসুল সাঃ এর প্রাসঙ্গিকতা” নিয়ে আলোচনা করেন।
দ্বিতীয় পর্বে আলোচনা করেন হযরত মাওলানা মোশতাক ফয়েজী, পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, কুমিল্লা। তিনি নবীজি সাঃ এর জীবনকে অনুসরণ করে চলার পরামর্শ দেন। এবং নবীজির সুরত এবং সিরাত নিয়ে আলোচনা করেন।
তৃতীয় পর্বে আলোচনা রাখেন ড. বি এম মফিজুর রহমান আল-আযহারী, অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। তিনি “স্ত্রীদের সাথে রাসুল সাঃ এর সম্পর্ক” বিষয়ে আলোচনা করেন। এই রাসুলের আদর্শ সকল মুসলিমদের ধারণ করার পরামর্শ দেন এবং প্রাসঙ্গিক নানান বিষয় উপমা দেন, যেগুলো মুসলিম উম্মাহের মেনে চলা আবশ্যক হিসেবে উল্লেখ করেন।
সর্বশেষ বক্তা হিসেবে আলোচনা করেন ড. গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যাপক, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তিনি প্রশ্ন উত্তর পর্ব এবং সমাজ গঠনে সম্প্রীতি বিষয়ক আলোচনার মধ্য দিয়ে আলোচনা শেষ করেন।
সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন, প্রথম স্থান অধিকারী নোবিপ্রবির ১৭তম ব্যাচের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকলাইন মোস্তাক, ২য় স্থান অধিকারী ১৬ তম ব্যাচে র রেহনুমা আক্তার এবং ৩য় স্থান অধিকার করেন ১৭তম ব্যাচের শাহনুর আলম। এছাড়াও বিজয়ীদের প্রথম ৫০ জনকে সম্মাননা প্রদান করা হয়।










