
মোঃ মুরাদ হোসেন ; সিরাজগঞ্জের শাহ্জাদপুর আলোচিত ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সপ্তবর্ণ মডেল স্কুলে বর্ণিল আয়োজনে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৩১ ই অক্টোবর,বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরে সপ্তবর্ণ মডেল স্কুল ক্যাম্পাসে আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছালেক, থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী, শাহজাদপুর সদর ক্লাস্টারের এটিও মোঃ আনিসুজ্জামান প্রমূখ। এছাড়াও এসময় সপ্তবর্ণ মডেল স্কুলের পরিচালক মইন উদ্দিন , শ্যামল দত্ত, নিরঞ্জন পাল, সোহেল রানা, তসলিম উদ্দিন, সহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা উপলক্ষে সপ্তবর্ণ মডেল স্কুল ক্যাম্পাস বর্ণিল সাজে সাজানো হয়। হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অত্র বিদ্যালয়ের শিশু থেকে পঞ্চম শ্রেণীর শতাধিক শিক্ষার্থী।
অতিথিরা সপ্তবর্ণ মডেল স্কুলের হাতের লেখা প্রতিযোগিতা আয়োজনের জন্য সাধুবাদ জানান। তারা বলেন, এরকম প্রতিযোগিতা সকল প্রাথমিক বিদ্যালয়ে হওয়া উচিত। এতে করে শিশু শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং জ্ঞান অর্জনের সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। এবং ছাত্র-ছাত্রীরা আমাদের জানান এই হাতের লেখা সুন্দর করার পিছনে আমাদের স্কুলের পরিচালক নিরঞ্জন পাল এর অবদান সবচেয়ে বেশি। এই বিষয় নিযে পরিচালক নিরঞ্জন পাল আমাদের বলেন। হাতের লেখা একটি আর্ট আর এটা যে যত প্র্যাকটিস করবে তার লেখা তত সুন্দর হবে আমরা দীর্ঘ চেষ্টা পর আমাদের সপ্তবর্ন মডেল স্কুলের অধিকাংশ ছাত্র ছাত্রীর হাতের লেখা এক করতে পেরেছি।










