
তৌহিদ : মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ৩ নং দীঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোকন মিয়ার অপসারণ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নে বসবাসরত সাধারণ জনগণ।
সোমবার ২৮ অক্টোবর সকাল ১১টায় ৩ নং দীঘা ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ রফিক শিকদার, মেম্বারদের মধ্যে আনিসুর,অলিয়ার,
আওয়াল মোল্যা,কাইয়ুম শেখ,মোছা লিপিয়ারা ও জুলেখা।মানববন্ধনে বক্তারা বলেন এই খোকন চেয়ারম্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে আর ইউনিয়ন পরিষদে আসছেননা
,কারন তার ইন্দনে বিগত সরকার আমলে ছাত্র হত্যার অভিযোগ রয়েছে।এছাড়া পরিষদের মেম্বারদের তোয়াক্কা না করে স্বৈরশাসকের ন্যায় এক নায়কতান্তিকভাবে চালিয়েছেন ইউনিয়ন পরিষদ।দূর্নীতি করেছেন ব্যাপকভাবে।কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার দলীয় সরকারের পতন ঘটলে সে আর ইউনিয়ন পরিষদে আসেননি, কারন দীঘা ইউনিয়নের শান্তিপ্রয় জনগন চেয়ারম্যানের দুর্নীতি ও ছাত্র হত্যাকান্ডের বিচার চায়।এছাড়া নাগরিক সনদ ও জন্ম নিবন্ধন তুলতে আসা সাধারণ নাগরিকদেরও অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।এখন দীঘা ইউনিয়নবাসী চায় বর্তমান জনগনের বন্ধু সুলভ চেয়ারম্যান রফিক সিকদার ইউনিয়ন পরিষদ পরিচালনা করুক। এসময় মানববন্ধনে উপস্থিত শত শত জনগন রফিক চেয়ারম্যানের পক্ষে শ্লোগান দিতে থাকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থানকারী খুনি ও দূর্নীতিবাজ চেয়ারম্যান খোকনের অপসারন ও গ্রেফতার দাবী জানান।










