লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
Spread the love

মো গোলাম কিবরিয়া  : নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির ৮৫২ জন কাউন্সিলরের মধ্যে ৮০৬ জন এবং পৌর বিএনপির ৪৫৯ জনের মধ্যে ৪১৬ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ফলাফল ঘোষণা করেন। এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, নড়াইল জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লোহাগড়া উপজেলা বিএনপি নির্বাচন ফলাফল:

সভাপতি: মো: আহাদুজ্জামান বাটু (প্রতিক: চশমা) – ২৮১ ভোট
প্রতিদ্বন্দ্বী: জি এম নজরুল ইসলাম (প্রতিক: দোয়াত-কলম) – ২৬০ ভোট

সাধারণ সম্পাদক: কাজী সুলতানুজ্জামান সেলিম (প্রতিক: ছাতা) – ৪০৬ ভোট
প্রতিদ্বন্দ্বী: মোঃ টিপু সুলতান (প্রতিক: আনারস) – ৩৮৬ ভোট

সাংগঠনিক সম্পাদক: শাহ আলম শিকদার (প্রতিক: টিউবওয়েল) – ২৮৩ ভোট
প্রতিদ্বন্দ্বী: ওহিদুজ্জামান ওহিদ (প্রতিক: সিলিং ফ্যান) – ২০১ ভোট

পৌর বিএনপি নির্বাচন ফলাফল:

সভাপতি: মো: মিলু শরীফ (প্রতিক: দোয়াত-কলম) – ১৬৫ ভোট
প্রতিদ্বন্দ্বী: এস এম শাহিন বিপ্লব (প্রতিক: চশমা) – ১৫৯ ভোট

সাধারণ সম্পাদক: মো: মশিয়ার রহমান সান্টু (প্রতিক: মোমবাতি) – ২৪৩ ভোট
প্রতিদ্বন্দ্বী: আকিদুল ইসলাম (প্রতিক: আনারস) – ৮১ ভোট

সাংগঠনিক সম্পাদক: এস এ সাইফুল্লাহ আল মামুন (প্রতিক: মাছ) – ২৩৪ ভোট
প্রতিদ্বন্দ্বী: জহিরুল ইসলাম জহির (প্রতিক: গোলাপফুল) – ১৭৫ ভোট উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পর লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হলো।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31