
চুয়াডাঙ্গার বহুর আলোচিত রুপা খাতুনকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি বিশেষ ক্ষমতা আইনে ও অপরটি অস্ত্র আইনে। দুটি মামলায় রুপাকে আদালতে সোপর্দ করা হবে। বৃহস্পতিবার গভীর রাতে সেনাবাহিনী তাকে আটক করে চুয়াডাঙ্গা পুলিশের হাতে সোপর্দ করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, রুপাকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামে নিজের বাড়ি থেকে আটক করা হয়। সেসময় তার কাছ থেকে লাইসেন্সবিহীন একটি ইয়ারগান, একটি হাঁসুয়া, একটি বটি, পাসপোর্ট ও নগদ সাত লাখ টাকা জব্দ করা হয়েছে। খালেদুর রহমান আরও জানান, আওয়ামী লীগের শাসনামলে রুপা নিজেকে মহিলা লীগের নেত্রী বলে পরিচয় দিতেন। ছোটবেলায় মাটি কাটার কাজ করে বড় হওয়া রুপা খাতুন এখন একটি ডায়াগনস্টিক সেন্টার এবং কফিশপ ছাড়াও আরও বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। রুপার টাকার উৎস নিয়ে আছে নানা গুঞ্জন। রুপার বিরুদ্ধে একাধিক বিয়ে করে প্রতারণা করা, মাদক ও নারী নিয়ে দেহব্যবসা করানোরও অভিযোগ আছে। এসব বিষয়ও পুলিশ খতিয়ে দেখছে। রুপা রহস্যময়ী নারী হিসেবে পরিচিত ছিলেন।










