
আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাতটায় জেস টাওয়ারে কর্মী সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্ততি সভায় ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো: সজিবুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা জামায়াতে সেক্রেটারি মো: মামুন রেজা। এসময় তিনি বলেন, আমরা কাজের পরিবেশ পেয়েছি । তাই সময়কে কাজে লাগাতে হবে। সবাইকে অনুষ্ঠান বাস্তবায়নের জন্য পরিশ্রম করতে হবে এবং এর মাধ্যমে আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে সহকারী সেক্রেটারি প্রভাষক মো শফিউল আলম বকুল, বেলগাছি ইউনিয়ন জামায়াতে সভাপতি ও উপজেলা প্রচার বিভাগের সেক্রেটারি মো : আমান উদ্দিন,অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি মো : আব্দুস সালাম, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মো: মেহেদী হাসান আলহাজ্ব, সাংগাঠনিক সেক্রেটারি মো শরিফুল ইসলাম, তারবিয়াত সেক্রেটারি মো : আলাউদ্দিন, সমাজ কল্যান সেক্রেটারি মো : আনিসুর রহমান মেম্বার, শ্রমিক কল্যান সভাপতি মো সাইদুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের মেম্বার মো: বদর উদ্দিন, ২ নং ওয়ার্ড সভাপতি মো: শরিফুল ইসলাম প্রমূখ। আগামী ২৫ অক্টোবর শুক্রবার, সকাল ৮.০০ টায় ডাউকি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।










