
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে ২১ শতক জমির বেগুন ক্ষেতের সব গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। জমিজমা সংক্রান্ত বিরোধ জেরে এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যায় ।ভাংবাড়িয়া গ্রামের ফেরি ঘাট পাড়ার গাঙের মাঠে এই ধ্বংসাত্ম কর্মকাণ্ড চালিয়েছে শত্রুরা। প্রত্যক্ষদর্শী লালটু পরামানিক জানান একই গ্রামের নতুন পাড়ার মকবুলের সাথে তার দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। ক্ষতিগ্রস্ত লালটু পরামানিক জানান, বেলা ১১ টার দিকে প্রকাশ্য জনসম্মুখে মকবুল, আকালে সহ আরো কিছু লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ভয় বৃদ্ধি প্রদর্শন করে তার জমির ফসল নষ্ট করেছে । এই ক্ষতির কারণে সেনাবাহিনীর শরণাপন্ন হলে, তারা আলমডাঙ্গা থানায় যোগাযোগ করতে পরামর্শ দেন। সর্বশেষ এ বিষয়ে আলমডাঙ্গা থানাতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে ভুক্তভোগী কাছ থেকে জানা যায়।










