
আজিজুর রহমান : চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার নবনির্বাচিত সাংবাদিক সমিতির শপথ গ্রহণ হয়েছে। অদ্য (২২ অক্টোবর) রোজ মঙ্গলবার বিকাল ৪ঘটিকার সময় কোরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান টি শুরু হয়,এর পর সকলের পরিচয় পর্ব প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শুভেচ্ছা বক্তব্য দেন,অনুষ্ঠানের প্রধান অতিথি জীবন নগর উপজেলার নির্বহী অফিসার শ্রী নারায়ণ চন্দ্র পাল শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবন নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃমামুন হোসেন বিশ্বাস।
সাংবাদিক সমিতির উপদেষ্টা মোঃসামসুল আলম,নবনির্মিত সভাপতি মোঃআতিয়ার রহমান, সহ সভাপতি চাষী রমজান,সাধারণ সম্পাদক,মোঃফয়সাল মাহাতাব মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাসিন বিল্লা, সাংবাদিক নূর আলম,বশির উদ্দিন, মিথুন মাহমুদ, আরো উপস্থিত ছিলেন হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি মোঃমতিযার রহমান, সহ সভাপতি সামসুল আলম, সহ সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক রিপন, সাংস্কৃতিক সম্পাদক এম আতিয়ার, আল আমিন মোল্লা,এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উথলী প্রেসক্লাবের সভাপতি, মোহাম্মদ আবদুল্লাহ সহ সাংবাদিক নয়ন আহমেদ, মোঃ সম্রাট হোসেনসহ আরো অনেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টা মোঃ সামসুল আলম।










