
বাংলাদেশ জামায়েত ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে অগ্রসর কর্মী টিএস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার (২২ অক্টোবর) বিকাল তিনটায় উপজেলা কার্যালয় বাছাইকৃত কর্মীদের টিএস অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা তারবিয়াত বিভাগের সেক্রেটারি বিলাল হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমীন। এসময় তিনি বলেন ভীরু ও কাপুরুষদের জন্য ইকামাতে দ্বীন প্রতিষ্ঠার এই আন্দোলন নয়। কর্মীদের লোভ ও ভয় কোনটাই থাকা চলবে না।যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বুদ্ধিমান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে-(সূরা যুমার – আয়াত ০৯)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি আসাদুজ্জামান বলেন ২১ শতকে চ্যালেঞ্জে আমাদের সর্বপ্রথম পাঁচটা গুনবলী অর্জন করতে হবে তা হচ্ছে ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণের মাধ্যমে বর্তমান সময়ে অইসলামিক পরিবেশকে মোকাবেলা করে দাওয়াতি কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।
ইসলামী আন্দোলনে কর্মীদের অগ্নি পরীক্ষার উপর বিষয় ভিত্তিক পবিত্র কোরআনের সূরা আহযাবের ৬৫ থেকে ৬৮ আয়াতের ঢপর দারস পেশ করেন খন্দকার মাসুদুর রহমান। ব্যক্তিগত রিপোর্টের গুরুত্বের উপর আলোচনা করেন উপজেলা নায়েবে আমির মোঃ ইউসুফ আলী।
দাওয়াত দানের পদ্ধতির উপর আলোচনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ শফিউল আলম বকুল। তিনি বলেন সমাজের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ পৌঁছিয়ে দেওয়া নামাজ-রোজার মতই ফরজ। যারা ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে চাই তাদের ইসলামের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছানোর মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য কাজ করতে হবে।
রুকনিয়াতের শর্তাবলীর উপর বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা। সত্যের সাক্ষ্য বইয়ের উপর বক্তব্যে উপজেলা আমীর দারুস সালাম। তিনি বলেন আমি যে সত্যের উপর ঈমান এনেছি গোটা দুনিয়াবাসীর কাছে তা যেন সাক্ষী হয়ে থাকে। তিনি আরো বলেন সারা গ্রামের মানুষের কাছে ভালো হলে হবে না বাড়ি সদস্য ও প্রতিবেশীর কাছেও ভালো হতে হবে। এসময় আরোও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, উপজেলা অফিস সম্পাদক রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা তারবিয়া সহকারি সেক্রেটারি মুহাম্মদ আলী, কালিদাসপুর ইউনিয়ন আমীর আশাদুল হক, বেলগাছি ইউনিয়ন সভাপতি মোঃ আমান উদ্দিন, নাগদাহ ইউনিয়ন আমির আব্দুল কাদের, খাসকররা ইউনিয়ন সভাপতি হারুন অর রশিদ প্রমূখ।










