
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ১৯ অক্টোবর
শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সময় থানার কক্ষে আয়োজিত এই সভায় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওসি মাসুদুর রহমান সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা ইতিবাচক ভূমিকা রেখে সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরেন, যা আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, থানা প্রশাসন সবসময় সাংবাদিকদের সহযোগিতা করতে প্রস্তুত, তবে বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য সরবরাহের গুরুত্বও তুলে ধরেন তিনি। সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন এবং এসব সমস্যার সমাধানে পুলিশের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ওসি প্রতিশ্রুতি দেন, থানার পক্ষ থেকে এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক শাওন, সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন হোসেন, যুগ্নসম্পাদক এম সনজু আহমেদ, যুগ্ন সহসম্পাদক মোঃ আব্দুল্লাহ হক, সিনিয়র সহ সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাজিব, সহ-সভাপতি মোঃ সোহেল তানজিদ হিরো, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রোকন, কোষাধাক্ষ মোঃ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মীর রোকনুজ্জামান, ক্রীড়া সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, আইসিটি বিসয়ক সম্পাদক মোঃ কাজী সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহরিয়ার শরিফ, কার্য নির্বাহী সম্পাদক মোঃ ইউনুছ আলী মন্ডল, সিনিয়র সদস্য আতিয়ার রহমান মুকুল, সিনিয়র সদস্য মোঃ ফিরোজ ইফতেখার, সিনিয়র সদস্য অনিক সাইফুল, সদস্য শেখ মহিদুল ইসলাম, সদস্য মোঃ রিপন আহম্মেদ, রাছেল আহমেদ, প্রমুখ।










