
গতকাল ১৭ অক্টোবর রোজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ফতুল্লা চৌধুরীবাড়ী পারিবারিক মিলনায়তনে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় দ্বিতীয়বারের মত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
উক্ত অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রদানের সময় উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক মো: মোমেন ইসলাম. BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি পদপ্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা সুলতানা শিউলী. সমাজকর্মী শফিকুল ইসলাম সহ এ সময় আরো উপস্থিত ছিলেন মেডিভিশন আই হসপিটালে স্বনামধন্য ডাক্তার মিজানুর রহমান. জেনারেল ম্যানেজার মোঃ আলমগীর সরদার কাওয়ান. মার্কেটিং ম্যানেজার আল মামুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সেলিনা সুলতানা শিউলি বলেন খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আজ দুইশতাধিক চক্ষু রোগী এবং দশ জন ছানি রোগী অপারেশনের বাছাই করা হয়। আপনারা আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যেন নারায়ণগঞ্জ সহ আশেপাশে জেলাগুলোতে মানুষের সেবা করে মানুষের মনে জায়গা করে নিতে পারি আপনাদের কাছে একটাই চাওয়া আপনারা সব সময় আমার পরিবারের এবং আমার স্বামী আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন। যতদিন বেঁচে আছি মানুষের সেবার মাঝেই বেঁচে থাকতে চাই মহান আল্লাহ পাক যদি সুস্থতার সাথে বাঁচিয়ে রাখেন কথা দিচ্ছি যতটুক সম্ভব সাধ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা সব সময় অব্যাহত থাকবে ইনশাল্লাহ দোয়া করবেন আমার সন্তানদের জন্য তারা যেন মানুষের সুখে-দুখে পাশে থাকতে পারে আমি আমার সন্তানদেরকে বলে যাব তারা যেন সবসময় তার পিতার আদর্শ অনুযায়ী মানুষের খেদমত করে এজন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সব সময় নারায়ণগঞ্জ বাসীর পাশে মানবিক মানুষ হিসেবে পাশে থাকতে পারি।










