
পিরোজপুর কাউখালীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযানে জালসহ ০২ জন জেলেকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার, রাতে কাউখালী নদী থেকে এ ২জন জেলেকে আটক করা হয়। চলমান ১৩ অক্টোবর হতে ০৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত, মা ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে সারাদেশে ইলিশ আহরণ পরিবহন ক্রয় বিক্রয় এবং মজুদ করা হলে ০১থেকে ০২ বছর কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা করা হবে বলে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে- লিফলেট,পোস্টার ও মাইকিং প্রচার-প্রচারণা করা সত্ত্বেও কিছু অসাধু মৎস্য জেলে রাতের আঁধারে মাছ আহরণ করে থাকে। মাৎস্য অধিদপ্তর এই সময়ে সকল জেলেদের সরকারিভাবে জীবিকা নির্বাহের জন্য আর্থিক এবং খাদ্যশস্য প্রদান করে আসছে। তদুপরি যাহারা আইন লঙ্ঘন করে মৎস্য আহরণ করে থাকেন তাদের বিরুদ্ধে, উপজেলা প্রশাসন, নৌবাহিনী, নৌ পুলিশ, থানা পুলিশ নদীতে টহল সহ সচেতন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে কাউখালী নদীতে একটি অভিযানে দুজন জেলে সহ অবৈধ জাল আটক করা হয়। যথাক্রমে, ১/মিন্টু ডাকুয়া (২৩) পিতা:-আব্দুল খালেক ডাকুয়া, ভিটাবাড়িয়া ভান্ডারিয়া উপজেলা। ২/মোঃ রাজীব খান (২৪)পিতা:-রাসেল খান চিড়াপাড়া,কাউখালী। এই দুজন জেলেকে আটক করে, ১৮ অক্টোবর শুক্রবার পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লার মোবাইল কোর্ট পরিচালনায় উভয়কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, মোঃ হাফিজুর রহমান সহ কর্মচারীবৃন্দ ও কাউখালী থানা পুলিশ। মৎস্য কর্মকর্তা বলেন, উক্ত সময়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।










