
মুকিতুর রহমান:- বাহারি ডিজাইন ও উন্নত মান সম্পন্ন পোশাকের সমাহার নিয়ে লক্ষ্মীপুরে যাত্রা শুরু হলো ডিজায়ার ফ্যাশন’র। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের চক বাজারস্থ নুর জাহান প্লাজায় ফিতা কেটে ফ্যাশন হাউজটির উদ্বোধন করে অতিথিরা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, বণিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ব্যবসায়ী ও সাংবাদিক শাকের মোহাম্মদ রাসেল, ডিজায়ার ফ্যাশনের মালিক নুর মোহাম্মদ নুরু এবং অন্যান্য মালিকবৃন্দ সহ আরও অনেকে। উদ্বোধন এর পর থেকে ডিজায়ার ফ্যাশনে বিক্রির ধুম পড়ে। নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতি বেশ লক্ষণীয়। ফ্যাশন হাউজটিতে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের উন্নত মানের পোষাক। এছাড়া নিজস্ব কারখানায় তৈরিকৃত মান সম্পন্ন পোশাকের সমাহার ক্রেতারা বলেন, ডিজায়ারে পোষাকগুলো খুবই ভালো মানের। দামও অন্যান্য ফ্যাশন হাউজগুলোর তুলনায় অনেকটাই কম। এখানকার শার্ট, টি-শার্ট, থ্রী পিচ ও বাচ্চাদের পোষাকগুলো পছন্দনীয়। ডিজায়ার ফ্যাশন’র কর্তৃপক্ষরা জানান, ভালো মানের পোষাক লক্ষ্মীপুরবাসীর কাছে পৌঁছে দেওয়ায় ডিজায়ারের মূল লক্ষ্য। কারন, এখানকার বেশিরভাগ পোষাক আমাদের নিজস্ব কারখানায় তৈরিকৃত। এজন্য অন্যান্য ফ্যাশন হাউজগুলোর তুলনায় ডিজায়ারের পোষাকের মান ও দাম উভয়ই ব্যতিক্রম। আশা করছি, ডিজায়ার ফ্যাশনের পোষাক ক্রয় করে ক্রেতাগণ আনন্দিত হবেন।










