
তৌহিদ,সহসম্পাদক : হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজার শেষ দিনে মাগুরাতে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সংবাদ সম্মেলন করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট. নিতাই রায় চৌধুরী। রবিবার ১৩ অক্টোবর দুপুরে তার নিজ বাসভবন মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া পুজা মন্ডপের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন,”পরাজিত শক্তি এবারের দূর্গা পুজায় ষড়যন্ত্রে ব্যার্থ হয়েছে তাই আমাদের মাগুরা সহ সারাদেশে শান্তিপূর্ণ ভাবে দূর্গাপুজা অনুষ্ঠিত হয়েছে। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, মাগুরা ১ আসনের বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী ও স্থানীয় নেতৃবৃন্দ। নিতাই রায় চৌধুরী আরো বলেন, স্বৈরাচারী সরকারের সর্দারনী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসরদের অনেকে দেশের ভিতরে থেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে যাচ্ছে। এদেশের দেশ প্রেমিক মানুষ পরাজিত স্বৈরাচারের সকল ষড়যন্ত্র বানচাল করে দেয়ায় সুষ্ঠ পরিবেশের মধ্যে হিন্দু সম্প্রদায় তাদের শারদীয় দুর্গাপূজা পালন করতে সক্ষম হয়েছে। সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেশ প্রেমের পরিচয় দেয়ায় জনগনকে তিনি ধন্যবাদ জানান। তিনি আরো বলেন,বিএনপি বর্তমান সরকারকে নতুন বাংলাদেশ গড়ার কাজে সমর্থন দিয়ে যাচ্ছে। সরকারের রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করে দ্রুত নির্বাচন দিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গনতন্ত্র ফিরিয়ে আনা এবং সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহব্বান জানান। সংবাদ সম্মেলনে মাগুরা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।










