
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ৮ নং বেলগাছি ইউনিয়নের ফরিদ পুর ১ ২ ৩ নং ওয়ার্ডের নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্যা মজিরন নেছার বিরুদ্ধে টি সি বির কার্ড বিক্রয় করার অভিযোগ উঠেছে। ওই অভিযোগ থেকে জানা গেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ৮ নম্বর বেলগাছি ইউনিয়নের ফরিদ পুর ১ ২ ৩ নং সংরক্ষিত মহিলা সদস্যা মজিরন নেছা (৪৫) বন্টন মোতাবেক ৬০ টি টি সি বি কার্ড পায়। ওই কার্ড বিনা মুল্য গরিব দু:খী মানুষের মাঝে বিতরন করার বিধান থাকলেও সরকারি আইন কে অমান্য করে নিজ ক্ষমতা বলে কার্ড প্রতি ভুক্তভোগীদের নিকট থেকে কৌশলে ৩ শ করে টাকা নিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে একাধিক ভুক্তভোগীরা প্রতিবেদককে জানান যে টাকা দিতে পেরেছে তাকেই টি সি বির কার্ড দেয়া হয়েছে। আর যে টাকা দিতে অপারগতা প্রকাশ করেছে তাকেই কার্ড দেয়া থেকে বঞ্চিত করা হয়েছে। এ ধরনের পরিস্থিতি শিকার হয়েছেন ইউনিয়নের ফরিদ পুর গ্রামের ৩ নং ওয়ার্ডের একাধিক বাসিন্দা, এরা হলেন আবুবকরের স্ত্রী সখিনা খাতুন, মহিদুলের স্ত্রী শাহিনা খাতুন, আবু বকর মোল্লা ভাই আশকার মোল্লাহ,,গনির ছেলে মুহিদুল ইসলাম, সামাদের স্ত্রী ববিতা খাতুন,একই ওয়ার্ডের বাক্কার ছেলে কুদ্দুস, এদের নিকট থেকে অর্থ হাতিয়ে নেয়া হয়েছে। উল্লেখ্য এ বিষয়ে ৮ নং বেলগাছী ইউনিয়নের ১ ২ ৩ নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনে মেম্বার মজিরন নেছার নিকট টাকা নিয়ে টি সি বির কার্ড বিতরন এর বিষয়ে জানতে চাওয়া হলে প্রতিবেদক জানান বি এন পির কৃষক দলের সাধারণ সম্পাদক একই গ্রামের লালমিয়ার ছেলে ঝন্টুর নির্দেশ মোতাবেক টাকা নেয়া হয়েছে। এবং বলা হয়েছে ওই টাকা দিয়ে নেতা বর্গদের খাওয়ানো হবে বলে জানিয়েছে। অপর দিকে ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক কামাল হোসেন এর সাথে কথা বলা হলে তিনি বলেন ঝন্টু বি এন পির দলের কোন সদস্য নেই বলে জানিয়েছে। টি সি বির কার্ড বিক্রির বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম এর নিকট জানতে চাওয়া হলে তিনি প্রতিবেদক কে জানান এ ধরনের অপরাধ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।










