পুজা মন্ডবে নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যকে মদ সেবন করানোর চেষ্টা, আটক-২
Spread the love

গত কাল শনিবার ১৩ অক্টোবর মাঝ রাতে কক্সবাজারে লালদীঘির পাড় কেন্দ্রীয় পূজা মন্ডপ হতে ২ জন হিন্দু সমপ্রদায়ের তরুনকে সেনাবাহিনী কর্তৃক আটক করা হয়। জানা যায় পুজা মন্ডব নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের একজন সেনা সদস্যকে কক্সবাজারে গোলদীঘির পাড়ের বাসিন্দা বিজয় ধর (২১), এবং ছোটন ধর-(২৩) কর্তৃক সেভেন আপ এর বোতলে মদ্যপান করানোর চেষ্টা করে। পরক্ষণে সেনা সদস্য বিষয়টি বুঝতে পেরে পুজা মন্ডবের কমিটিদের অবগত করে। পরবর্তীতে তাদের এক বোতল মদসহ আটক করে কক্সবাজার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। হিন্দু সমপ্রদায়ের মহাৎসবে সেনা সদস্যদের মদ্য পান করিয়ে পুজা মন্ডবে নাশকতার পরিকল্পনা করার বিষয়টি খতিয়ে দেখা হবে।

মাদক সরবরাহকালে ০৯ বোতল ফেন্সিডিল সহ ০১ জন গ্রেফতার।

মাহিদুল ইসলাম ফরহাদ  : ১২ অক্টোবর ২০২৪ ইং তারিখ ১২:৫০ ঘটিকায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর লালাপাড়া গ্রামস্থ জনৈক সাজু মোটরসাইকেল মেকারের দোকানের পাশে আমগাছের নীচে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সোহেল (৩০), পিতা-মোঃ জাহিদুল ইসলাম, সাং-চকবহরম, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’মে ০৯ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য, আটককৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবরাহ করবে। উক্ত তথ্য পাওয়ার পর র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক বর্নিত স্থানে গোপনে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় ০৯ বোতল ফেন্সিডিল সহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামির তালিকায় কুড়িগ্রামের তিন সাংবাদিক

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুড়িগ্রামের শিক্ষার্থী আশিকুর রহমান আশিককে হত্যার অভিযোগে করা মামলায় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কুড়িগ্রামের তিন সাংবাদিককে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) কুড়িগ্রাম সদর থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী রুহুল আমিন। কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় শিক্ষার্থী আশিকুর রহমান নিহতের ঘটনায় আওয়ামী লীগ নেতা, সাংবাদিকসহ ১০৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০০ থেকে ৬০০ জনকে। রুহুল আমিন কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের সেনেরখামার গ্রামের বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বলে এজাহারে উল্লেখ করেছেন মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৪ আগস্ট কুড়িগ্রাম শহরে আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হত্যা, হামলা, মারপিট, অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগে আওয়ামী লীগের ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০-৬০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার এজাহারে দেখা গেছে, আসামির তালিকায় ৪০, ৪২ এবং ৬৪ নম্বরে জেলায় কর্মরত তিন সাংবাদিকের নাম দেওয়া হয়েছে। তারা হলেন- ইনডিপেনডেন্ট টিভি, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, দৈনিক সংবাদ ও নিউজ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য এবং এটিএন বাংলা ও এটিএন নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি ইউসুফ আলমগীর। তাদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। জেলায় কর্মরত সাংবাদিকদের আসামি করায় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আসামি হওয়া সাংবাদিকদের দাবি, পেশাগত দায়িত্ব পালনের বাইরে তাদের কোনও ভূমিকা নেই। ষড়যন্ত্র এবং বিদ্বেষমূলকভাবে তাদের মামলায় জড়ানো হয়েছে। হয়রানি করাই এর উদ্দেশ্য। মামলার আসামি আব্দুল খালেক ফারুক বলেন, ‘এই মামলায় সাংবাদিকদের জড়ানো ভিত্তিহীন। পেশাগত দায়িত্ব পালনের বাইরে আমাদের কোনও ভূমিকা নেই। ঘটনার দিন আমরা প্রেসক্লাবে আটকা পড়েছিলাম। ঘটনা দেখতে যেতেও পারি নাই। তারপরও হয়রানির উদ্দেশ্যে মামলায় আমাদের আসামি করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাংবাদিকদের আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘আশিকের মৃত্যুর পর গ্রামের বাড়িতে গিয়ে তার দাফনের সংবাদ সংগ্রহ করে প্রতিবেদন প্রকাশ করেছিলাম। পেশাগত কাজের বাইরে এক পাও হাঁটি নাই। তারপরও হয়রানিমূলকভাবে আমাদের জড়ানো হয়েছে। এটা নিন্দনীয়’ যোগ করেন খালেক ফারুক।  এই সাংবাদিক নেতা বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে সরকার যে উচ্চ পর্যায়ের কমিটি করেছে, তারা বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশা করছি। তাতেই সত্যতা বেরিয়ে আসবে। মামলার ব্যাপারে জানতে বাদী রুহুল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে। প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ বলেন, ‘মামলার বিষয়টি শুনেছি। যে সাংবাদিকদের নাম এসেছে তারা সবাই দীর্ঘদিন থেকে পেশাদারত্বের সঙ্গে জেলায় সাংবাদিকতা করে আসছেন। ঘটনার সঙ্গে তারা জড়িত নন। তাদের আসামি করার নিন্দা জানাই। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম বলেন, ‘মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কাউখালীতে পালিত হলো আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস

(নুরুজ্জামান খোকন) : অদ্য ১৩ অক্টোবর ২০২৪ ( রবিবার) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা চত্বরে, উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে “আগামী প্রজন্মকে সক্ষম করি-দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রেলী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে যে কোন প্রকার অগ্নিকাণ্ড নিরসনে প্রাথমিক ভাবে সাধারণ জনগণকে বাস্তবে প্রশিক্ষণ দেয়া হয়।
অতঃপর রেলী শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন,কাউখালী থানা ইনচার্জ মোঃ সোলায়মান,সদর ইউনিয়ন চেয়ারম্যান মো মোস্তাফিজুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ খলিলুর রহমান, সুশীলন এনজিও কর্মকর্তা মোঃ ওয়াদুত ফারুকী, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ  সকলে বক্তব্যে বলেন – যে কোন মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড ও জলোচ্ছ্বাসে সকল প্রসাশনের পাশাপাশি এলাকার স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ মানবিক দায়িত্ব নিয়ে পাশে থাকার আহ্বান জানিয়েছেন। দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের সতর্কতা সহ পরবর্তীতে সার্বিক ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন শষ জনসাধারণের পাশে ছিলেন এবং থাকবে। এছাড়াও ইতিপূর্বে রিমেলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে সহযোগিতা নিয়ে বিভিন্ন এনজিও সহ বর্তমানে সুশীলন কাজ করে যাচ্ছে। নির্বাহী কর্মকর্তা আরো বলেন, উপজেলায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন খুবই জরুরী,সেই সাথে উপজেলার সকল ড্রেন পানি চলাচলে ফায়ার সার্ভিসের মাধ্যমে পরিষ্কারের সহযোগিতা কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31