আলমডাঙ্গায় বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ।
Spread the love

১১ অক্টোবর শুক্রবার দুপুর থেকে তিনি দলের নেতাকর্মিদের সাথে আলমডাঙ্গা পৌরসভা ও কালিদাসপুর গ্রামের সকল পূজা মন্ডন পরির্দশন করেন। শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শনকালে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ বলেন, ধর্ম যার যার, দেশ সবার, সবাই আমরা মানুষ, সবাই আমরা বাংলাদেশি। হিন্দু মুসলিম সকলেই ভাই ভাই এখানে কোন ভেদাভেদ নাই, যদি কোন ব্যক্তি বা দল ভেদাভেদ সৃষ্টির চেষ্টা করে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। ইতিপূর্বে দূর্গা পূজা যেভাবে অনুষ্ঠিত হয়েছে এবারেও তার থেকে বেশি আনন্দঘন পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা শেষ না হওয়া পর্যন্ত এতে যদি কেউ কোন প্রকার বাধার সৃষ্টি করে,তবে তাকে ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন এই দূর্গা উৎসবে মানুষের নির্বিঘ্নে চলাচল ও নিরাপত্তা রক্ষায় ছাত্রদল যুবদল সকলের সমন্বয়ে প্রতিটি পূজা মন্ডপে একটি করে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে,তারা পূজা মÐবের বাইরে দাড়িয়ে মানুষের সেবাই কাজ করছে,এই দূর্গা উৎসবে সনাতন ধর্মীরা মন খুলে আনন্দ করছে আমি এতেই খুশি। এ সময় তিনি বিভিন্ন পূজা মণ্ডপের নানা সমস্যার কথা শোনেন এবং সসাধানের আশ্বাস দেন। এ সময় তিনি আরো বলেন,আপনাদের যে কোন সমস্যায় আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, মনে রাখবেন সব সময় আপনাদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল, আছে এবং থাকবে, সেই সাথে আমি সব সময় আপনাদের পাশে আছি। তিনি আরো বলেন, আপনাদেরকে যদি কেউ সংখ্যালঘু বলে তা হলে আপনারা সাথে সাথে তার প্রতিবাদ কোরবেন,কারন বাংলাদেশে সংখালঘু বলে কোন শব্দ নেই,থাকবে না,এই দেশ সম্প্রতির দেশ,এই দেশ আপনার আমার সবার,আমরা সবাই বাংলাদেশি। পূজা মণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক জয়ন্ত কুমার সিংহ, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এমদাদুল হক ডাবু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, সাধারন সম্পাদক বিশ্বজিৎ সাধুখাঁ,জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য হিরালাল দোবে, পরিমল কুমার ঘোষ কালু, আলমডাঙ্গা রথযাত্রা কমিটির সভাপতি সুশীল কুমার ভৌতিকা, চুয়াডাঙ্গা সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি অসীম কুমার সাহা, আলমডাঙ্গা পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিপন কুমার বিশ্বাস। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সহসাধারন সম্পাদক মহাবুল হক, পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ মালিথা,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন কনক, যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল কাদের, হাফিজুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেন, সদস্য সচিব রাজিব আহমেদ রাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের কামরুজ্জামান হিমেল, সদস্য সচিব জাকারিয়া ইসলাম শান্ত, উপজেলা ছাত্র দলের আহবায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসান রিংকু, সদস্য সচিব মাহমুদুল হাসান তন্ময়, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান রাজুসহ উপজেলা, পৌর ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মি এবং ৩১টি পূজা মন্দিরের সভাপতি সম্পাদক।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31