চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট
Spread the love

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপদ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। পুলিশ সুপার মহোদয় চুয়াডাঙ্গা ও দামুড়হুদা থানা এলাকায় ঘুরে ঘুরে বিশেষ চেকপোস্টের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন। বিশেষ চেকপোস্ট পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা উপলক্ষে কোনো সুযোগসন্ধানী, দুষ্কৃতকারী ও অশুভ চক্র যাতে হিন্দু সম্প্রদায়ের ওপর কোনোরূপ হামলা, পূজামণ্ডপ ভাঙচুর বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, সেজন্য চেকপোস্ট, টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো পরিস্থিতি প্রতিহত করে জড়িতদের বিরুদ্ধে কঠোরভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল);চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31