কাউখালীতে দুস্থ কিশোর -কিশোরী প্রতিবন্ধী ও বন্যায় ক্ষতিগ্রস্তের মাঝে হাইজিন কিট বিতরণ
Spread the love

নুরুজ্জামান খোকন :অদ্য ১০ অক্টোবর ২০২৪ ( বৃহস্পতিবার)বৈকাল ৩:০০ ঘটিকার সময় কাউখালী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ৯টি ওয়ার্ডের ৮৫ জন পরিবারকে উক্ত হাইজিন কিট প্রদান করা হয়। আন্তর্জাতিক এনজিও সংস্থা UNICEFএর অর্থায়নে NGO forum for public health প্রকল্পের বাস্তবায়নে,উপজেলার ৩নং ইউনিয়নের ৮৫ জন শিশু- কিশোর,দুস্থ-প্রতিবন্ধী ও রিমেল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে,প্রকল্পের কর্মকর্তাদের উপস্থিতিতে হাইজিন কিট প্রদান করা হয়। যে সকল পণ্য প্রদান করা হয়েছে- ১/ পানির জেরিক্যান ১০ লিটার ২ পিছ, ২/জগ প্লাস্টিক ৩ লিটার ১পিছ, ৩/ মগ প্লাস্টিক ৩৫০ গ্রাম ৫ পিছ, ৪/ শিশুদের পটি কমোট প্লাস্টিক ১টি, ৫/ প্লাস্টিক বদনা ১ পিছ,৬/ টয়লেট ব্রাশ ১পিছ, ৭/বাচ্চা ও বড়দের জুতা ২জোড়া, ৮/ডায়াপার ১প্যাকেট, ৯/ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম ২প্যাকেট, ১০/গোসলের সাবান ১০০ গ্রাম ৫ পিছ,১১/কাপড় কাচার সাবান ১২৫ গ্রাম ১০ পিছ, ১২/স্যানিটারি ন্যাপকিন ৬টি, ১৩/গামছা ২ পিস, নেইল কাটার ১ পিস। উক্ত অনুষ্ঠানে ৩নং সদর ইউনিয়নর চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এন এস এম আসাদ (প্রকল্প সমন্বয়কারী) ইমার্জেন্সি রেসপন্স টু সাইক্লোন প্রকল্প। অনুষ্ঠানটি পরিচালনা করেন- মোঃ রায়হান বিল্লাহ(শুভ) অ্যাকটিং উপজেলা কো- অরডিনেটর। প্রধান অতিথির বক্তব্যে বলেন- বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে “ইউনিসেফ” এর মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেন, যাতে করে অসহায় দরিদ্র প্রতিবন্ধী এবং বিভিন্ন ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা যায়, তারই ধারাবাহিকতায় “রেমাল প্রকল্পের” মাধ্যমে উপজেলার ৫টি ইউনিয়নে মোট ৪৪০ টি পরিবারকে হাইজিন কিট প্রদান করা হয়। তিনি আরো বলেন এ প্রকল্পের মাধ্যমে উপজেলার ৪০- ৫০ জন অপুষ্টি শিশুকে চিকিৎসা সহ ঔষধ,দুগ্ধ খাবার,নগদ ৩ হাজার টাকা এবং যাতায়াত বাবদ ৬০০ টাকা প্রদান করা হয়েছে। সেই সাথে উপজেলায় ক্ষতিগ্রস্ত স্যানিটারি লেট্রিন, টিউবওয়েল ও পুষ্টিহীন শিশুদের নিয়ে কাজ করছে। আগামীতে আবারো কোন সহযোগিতা পেলে পরকল্পের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে দেয়া হবে ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31