
আল -আমিন হোসেন পরশ: Center For The Enforcement of Human Rights and Legal Aid বা আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা’র কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। (৭ অক্টোবর) সোমবার বিকাল ৪টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের বিভিন্ন কার্যাবলি নিয়ে বিষদ আলোচনাসহ মানবাধিকার লঙ্ঘন, সালিশী কার্যক্রম পরিচালনা, নারী নির্যাতন, বিভিন্ন প্রতারক চক্র, মাদকাসক্ত, বাল্যবিবাহ, দুর্নীতি নিয়ে আলোচনা করা হয়।এ সময় উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন আলমডাঙ্গায় মাদকাসক্ত, বাল্যবিবাহ, ঘুষ, নারী নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে জনমত তৈরির লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করার আহ্বান জানান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যেয়ে সেমিনার করে মানুষকে সচেতন করতে পারে বলে মনে করেন। মানবাধিকার সংস্থার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বস্ত করেন।এছাড়াও আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানবাধিকার কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন, সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য শিক্ষক বিল্লাল হোসেন(অবঃ) ও অধ্যক্ষ আব্দুল লতিফ। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি আল-আমিন হোসেন, নির্বাহী সভাপতি সাইদ মোহাম্মদ হিরন, সিনিয়র সহ সভাপতি ইউনুছ আলী মন্ডল, সহ সভাপতি মানোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম,আইন সচিব মাসুদ রানা, দপ্তর সচিব সাইদুল ইসলাম, স্বাস্থ্য সচিব শাহরিয়ার কাজল, ধর্ম সচিব শাহিন সাহিদ,তথ্য যোগাযোগ সচিব কাজী কিরন, প্রশিক্ষণ সচিব হারুন অর রশীদ।










