
নুরুজ্জামান খোকন : প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এন্ট্রি পদে ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড প্রদান সহ শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদানের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। অদ্য ৩রা অক্টোবর ২০২৪ (বৃহস্পতিবার) বিকাল ৩:০০ ঘটিকায়,পিরোজপুর সদর উপজেলা রোডে, জেলা ও সকল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকার উপস্থিতিতে বক্তব্য রাখেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, সুব্রত রায়, লিটন কৃষ্ণ কর, মামুন শিকদার, হাবিবুর রহমান, অপূর্ব মন্ডল, কাজী এনামুল, প্রমুখ। আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সকলের বক্তব্যে – সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড সহ প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড সহ শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে পিরোজপুর সহ বাংলাদেশের ৬৪ টি জেলায় একযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।










