
মাগুরা সদর উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতির কমিটি গঠন, সভাপতি রাজ্জাক, সম্পাদক জাকির
বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সম্মেলনে মাগুরা সদরের জাগলা হেলাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সভাপতি এবং বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় ।বৃহস্পতিবার ৩ অক্টোবর দুপুরে মাগুরা শহরের সৈয়দ আতর আলী গনগ্রন্থাগারে এ সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা জেলা শাখার সভাপতি মো: আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা শাখার শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যাপক মো. আফজাল হোসেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা শাখার শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন সোহাগ।মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান । মঞ্চে আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা কারিগরি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কানন। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় , মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ প্রায় ১শ জন শিক্ষক সম্মেলনে উপস্থিত ছিলেন ।সম্মেলন শেষে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করনের ১ দফা দাবীতে আগামী ৫ অক্টোবর ঢাকায় মহা সমাবেশে যোগদানের জন্য বেসরকারি শিক্ষক কর্মচারীদের আহবান জানানো হয় ।










