
আজিজুর রহমান : চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা এর দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে মোঃ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ ওহিদুল ইসলাম, বিপিএম, এএসআই (নিঃ) আবু আল-ইমরান, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় ফোর্সসহ আজ (২৭ সেপ্টেম্বর) রাত ০৩:২০ ঘটিকায় চুয়াডাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা সদর থানাধীন হাসান চত্বরে পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ সেলিম গাজী (৪৭), পিতা-ফজলু হক গাজী, সাং -বিষ্ণুপুর, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর’কে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে বিভিন্ন ব্রান্ডের ২৬(ছাব্বিশ) বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার পূর্বক জব্দ করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।










