বাগেরহাটে “নোনা জলের কান্না” শিরোনামে নাটক প্রদর্শনী
Spread the love

তরিকুল মোল্লা : বাগেরহাটে “নোনা জলের কান্না” শিরোনামে নাটক প্রদর্শনী ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে শহরের এসি লাহা মিলনায়তনে এ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের উদ্যোগে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এটি অনুষ্ঠিত হয় । বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ,এস,এম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিও সেলের সহকারী কমিশনার তড়িৎ চন্দ্র শীল, জেলা ত্রান ও পুনর্বাসন বিষয়ক কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ শেখ রিয়াদুজ্জামান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ইন্সপেকটার মো: শামসুজ্জোহা, কৃষি প্রকৌশলী লুনা রানী মল্লিক, পানি উন্নয়ন বোর্ডের উপ- বিভাগীয় প্রকৌশলী মো: মিরাজ, সাংবাদিক, ইয়ামিন আলী, সৈয়দ শওকত হোসেন, শামসুর রহমানসহ ইউনয়ন পরিষদের সচিব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বাঁধন মানব উন্নয়ন সংস্থার বিভিন্ন ইয়ুথ গ্রুপের অর্ধশতাধিক প্রতিনিধি এতে অংশগ্রহন করে। উপকূলীয় অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মেনে নিয়ে যুদ্ধ করে জীবন অতিবাহিত করছে। প্রতিদিন নতুন নতুন সমস্যার মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে হয় তাদের। জলবায়ু পরিবর্তনের এই সকল প্রতিকূলতা কাটিয়ে ওঠার জন্য বাঁধন মানব উন্নয়ন সংস্থার একঝাক তরুণ যুবরা জলবায়ু ন্যায্যতার দাবীতে আন্দোলন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় যুবরা নোনা জলের কান্না শিরোনামে নাটক প্রদর্শনী করে এ্যাডভোকেসি সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সচেতনতা বৃদ্ধি ও সকলের অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31