
কাজি আহ সানুল হাবিব : আগামী ২৮ সেপ্টেম্বর গাজীপুর জেলা শ্রমিক সমাবেশ সফল করা লক্ষ্যে কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকালে উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এ,কে আজাদ, সভাপতি কালিয়াকৈর পৌর শ্রমিক দল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ শামসুল আলম সরকার সাধারণ সম্পাদক কালিয়াকৈর পৌর শ্রমিক দল। এসময় কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি এ,কে আজাদ বলেন,“গত ১৭ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। উন্নয়নের নামে দেশের মানুষকে ধোঁকা দিয়ে আওয়ামী লীগের নেতারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে।”“মিথ্যা মামলায় বছরের পর বছর আর কাউকে কারাগারে ও পালিয়ে থাকতে হবে না। আমরা এখন শান্তিতে বাসায় ঘুমাতে পারি।২৮ সেপ্টেম্বর গাজীপুর জেলা শ্রমিক সমাবেশ সফল করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান । কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সরকার বলেন, আমাদের সবাইকে শান্ত থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। কারো জানমালের কোন ধরনের ক্ষয়ক্ষতি করা যাবেনা, কেননা আগামীতে আমাদের ও জনগনের কাছে ভোট চাইতে যেতে হবে । তাই ভালো কাজের মধ্যে দিয়ে সাধারণ জনগনের মাঝে প্রিয় হয়ে উঠতে হবে। গত ১৭ বছর ধরে বিরোধী মতকে দমন করে দেশ যারা লুটপাট করেছে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে।শ্রমিক সমাবেশ সফল করতে নেতা কর্মীদের গভীর ভাবে আহ্বান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, গাজী রায়হান রবিন সাংগঠনিক সম্পাদক কালিয়াকৈর পৌর শ্রমিক দল, মোঃ আঃ হালিম সহ সভাপতি কালিয়াকৈর পৌর শ্রমিক দল, মোঃ আব্দুল কাদের সভাপতি ২নং ওয়ার্ড শ্রমিক দল, মোঃ জসিম উদ্দিন সভাপতি ৬নং ওয়ার্ড শ্রমিক দল, মোঃ মান্নান সভাপতি ৩নং ওয়ার্ড শ্রমিক দল, শ্রমিক নেতা সাইদুর, শ্রমিক নেতা মোঃ শুকরা বেপারী, শ্রমিক নেতা নজিবর মন্ডলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।










