
মোঃ মাইনুল ইসলাম :উলিপুর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের পূর্ব ছড়ারপার দূর্গা মন্দিরএর বাসিন্দা শ্রী অমল চন্দ্রের মেয়ে অনামিকা রানী এবং একই ইউনিয়নের চরুয়া পাড়া গ্রামের মোঃ ইসলামের ছেলে মোঃ আতাউল গনির সঙ্গে রাত৮:০০ সময় একটি বাইক নিয়ে অপেক্ষা করে মেয়ের বাড়ির সামন হইতে মেয়েটিকে তার নিজ গাড়িতে করে তার নিজের বাড়ির দিকে রওনা হয় এছাড়াও জানা যায় ছেলেটি বিবাহিত । মেয়ের পরিবারের কাছে জানতে চাইলে বলেন তাদের দীর্ঘ দিনের প্রেম উল্লেখ করে আরো জানান যে তাদের এই সম্পর্কের বিষয়ে স্থানীয় সকলেই অবগত এবং পূর্বে তাকে বলা হয়েছে এর সঙ্গে সম্পর্ক না রাখতে। সে কেন আবার এ কাজ করলো আমাদের জানা নেই ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে ভিকটিম দীর্ঘদিনের সম্পর্ক ও উভয়পক্ষ থেকে বার বার বাধার কারণে স্বেচ্ছায় উভয়ে কোট এফিডেভিট করে দ্রুত বিয়ে করে পালিয়েছেন মর্মে অভিহিত করেন।উল্লেখ্য যে প্রেম ঘটিত একটি বিষয় যা কোন সাম্প্রদায়িক ইস্যু নয়। তিনি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন, যাতে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়, অন্যথায় মেয়ের বাবা আশাবাদী যে আইনের যথাযথ প্রয়োগে পিছপা হবেন না পুলিশ। আমরা হিন্দু ধর্ম পালন করি তাই আমি চাইনা আমার হিন্দু ধর্ম থেকে আমার মেয়ে অন্য ধর্মের সঙ্গে বিবাহ হোক। তাহলে আমাদের হিন্দু ধর্মে কলম্ এর দাগ লেগে যায়। তাই আমি উলিপুর থানায় জিডিসহ আর্মি ক্যাম্পে অভিযোগ করতে বাধ্য হই।উলিপুর থানা এস আই সঙ্গে কথা হলে তিনি বলেন অভিযোগ হাতে পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।










