ববিতে রাজবাড়ী জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃত্বে বৈশাখী, কমিটি
Spread the love

গতকাল ২০ সেপ্টেম্বর রাজবাড়ী জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন, ববি এর নতুন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে। প্রায় ৫০-৬০ সদস্য বিশিষ্ট এই কমিটি রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে কাজ করবে। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রিফাহ নানজীবা বৈশাখ (৯ম ব্যাচ, সমাজবিজ্ঞান বিভাগ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শাহারিয়ার আলম (১০ম ব্যাচ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ)।গতাকাল বার্ষিক সভায় মুক্তমঞ্চে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা থেকে আগত শিক্ষার্থীরা, সাবেক শিক্ষার্থী । সভার শুরুতে পূর্ববর্তী কমিটি তাদের এক বছরের কর্মপরিকল্পনা ও অর্জনের হিসাব পেশ করেন। এর পরপরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নতুন কমিটির কাছে হস্তান্তর করা হয়।উপদেষ্টা পরিষদের অনুমোদনের মাধ্যমে আংশিক কমিটি গঠনের পর বিভিন্ন ধাপ পেরিয়ে নতুন কমিটির সদস্যরা নির্বাচিত হন।সভায় সভাপতি রিফাহ নানজীবা বৈশাখী বলেন, “আমি ধন্যবাদ জানাতে চাই আগের কমিটিকে, যারা এতদিন রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের জন্য নিরলসভাবে কাজ করেছে। আমাদের নতুন কমিটি এই ধারা বজায় রাখবে এবং শিক্ষার্থীদের মানসিক, শারীরিক এবং একাডেমিক উন্নয়নের জন্য কাজ করে যাবে। আমরা একটি সুসংগঠিত এবং দায়িত্বশীল সংগঠন হিসেবে শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি।”সাধারণ সম্পাদক শাহারিয়ার আলম বলেন, “রাজবাড়ী জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের একটি পরিবার। আমরা একে অপরের পাশে থেকে কাজ করব এবং যেকোনো সমস্যায় শিক্ষার্থীদের সহায়তা করব। আমাদের প্রধান লক্ষ্য হবে শিক্ষার্থীদের উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প গ্রহণ করা এবং তাদের ভবিষ্যৎ গঠনে কার্যকর ভূমিকা রাখা।”অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থীগন যাদের হাত ধরেই রাজবাড়ি জেলা এসোসিয়েশন এর পথচলা শুরু হয়। তারা নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের কল্যাণে তাদের কার্যক্রমকে আরো বিস্তৃত করার পরামর্শ দেন।নতুন কমিটির সকল সদস্যরা একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তাদের দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31