
তৌহিদ,সহ- সম্পাদক: মাগুরায় আই.বি.ডব্লিউ.এফ এর আয়োজনে ব্যবসায়ী ও উদ্দ্যোক্তা সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়।শনিবার ২১ সেপ্টেম্বর সকাল ১০ টায় মাগুরা শহরস্থ নোমানী ময়দানের অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আই.বি.ডব্লিউ.এফ এর মাগুরা জেলার সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যাপক এম,বি বাকের, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আই বি.ডব্লিউ.এফ এর যশোর ও কুষ্টিয়া অঞ্চলের অঞ্চল পরিচালক আঃ মতিন। প্রাধান অতিথি তার বক্তব্যে বলেন,’আল্লাহ কোরআন মজিদে আমাদেরকে হালাল ভাবে ব্যবসা করার কথা বলেছেন। আই বি.ডব্লিউ.এফ ব্যবসায়ীদের একটি হালাল ব্যবসায়িক প্রতিষ্ঠান। হাদীস শরীফের ইবনে মাজায় বলা হয়েছে সৎ ব্যবসায়ীগন কিয়ামতের দিন শহীদদের সাথে জান্নাতে থাকবে।কাজেই আমাদের সবার উচিত হবে সততার সাথে ব্যবসা করা।আর এজন্য আই.বি.ডব্লিউ.এফ আপনাদের সাথে আছে এবং থাকবে।আপনারা ব্যবসায়ীক বিষয়ে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আই. বি.ডব্লিউ.এফ এর সহযোগিতা নিতে পারবেন।আই. বি.ডব্লিউ.এফ আপনাদের সাথে থেকে ব্যবাসায়িক উন্নয়নের জন্য ব্যাংক থেকে মুলধনের ব্যবস্হা করে দিতে সহযোগিতা করবে।










