
এম জালাল উদ্দীন: পাইকগাছার আয়শা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । বৃহষ্পতিবার সকালে উপজেলা সদরের শিববাটীস্থ আয়শা বেকারিতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যে নিষিদ্ধ রঙ ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় আয়শা বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল ও পেশকার আনিসুর রহমান।
ভিউ: ২৫৫










