
মোঃ চঞ্চল হোসেন : আলমডাঙ্গার আসমানখালী বাজারে মেসার্স বাবুল ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিদফতর। এ সময় ভুয়া চিকিৎসক বাবুল রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সিলগালা করা হয় মেসার্স বাবুল ডেন্টাল কেয়ার নামের ওই প্রতিষ্ঠানটিকে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাংনী ইউনিয়ন আসমানখালী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান চুয়াডাঙ্গা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভুয়া নাম-পরিচয়ে ডেন্টাল সার্জন সেজে বাবুল রহমান রোগীদের চিকিৎসা করছিল। তার বিডিএস ডিগ্রি নেই। প্রেসক্রিপশনে ডেন্টিস্ট লিখলেও তার কোনো মাধ্যমিক সার্টিফিকেটও দেখাতে পারেননি। এমনকি সে আমাদের উপস্থিতি টের পেয়ে নিজেই রোগী সেজে শুয়ে ছিলো বেডে। পরে সাধারণ মানুষ পরিচয় দেয় তিনিই চিকিৎসা করে। নানা ছলাকলায় অবশেষে ভ্রাম্যমাণ আদালতে তার অপকর্মের কথা স্বীকার করেন। তার কথামতে সহযোগী রোকনুজ্জামান খেরুর সহযোগীতায় দাঁতের ডেন্টাল কেয়ার খুঁলে রোগীদের সাথে প্রতারণা করে আসছে। রোকনুজ্জামান খেরু ওই প্রতিষ্ঠান থেকে শেয়ার নিতো যার দ্বারা উপর মহলের মুখ বন্ধ রাখতেন এবং সময় বুঝে বিভিন্ন প্রভাবশালী ব্যাক্তির নাম ভাঙ্গিয়ে প্রভাব বিস্তার করতো। এবং আরো একজন মুদি দোকানদারের কাছ থেকে ৭ হাজার টাকা এবং একজন কীটনাশক দোকানদার কাছ থেকে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।










