নবাগত জেলা প্রশাসক হিসেবে চুয়াডাঙ্গায় যোগদান করলেন মোহাম্মদ জহিরুল ইসলাম
Spread the love
ছবি সংযুক্ত

(১৩-০৯-২৪): নবাগত জেলা প্রশাসক হিসেবে চুয়াডাঙ্গায় যোগদান করলেন মোহাম্মদ জহিরুল ইসলাম। বৃহস্পতিবার শেষ বিকেলে বিদায়ী জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি । বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐদিন সকালে অফিস টাইমেরর কিছুক্ষণ আগেই কার্যালয়ে উপস্থিত হন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানান। দিনব্যাপী নবাগত এবং বিদায়ী জেলা প্রশাসক দু’জনেই অফিস করেন বলে জানা গেছে। আভ্যন্তরিন বিভিন্ন বিষয় নিয়েও বিদায়ী ও নবাগত জেলা প্রশাসক আলোচনা করেন। দায়িত্ব হস্তান্তরের আগে বিদায়ী জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামকে একান্তে ব্রিফও করেন। যা ছিল প্রজাতন্ত্রের একজন বিচক্ষণ কর্মকর্তা হিসেবে অপর একজন কর্মকর্তাকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার প্রয়াস। পরে আনুষ্ঠানিকতার মাধ্যমে বিদায়ী জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন। সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাগণ নবাগত জেলা প্রশাসকের বরণ ও বিদায়ী জেলা প্রশাসকের বদলিজনিত সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমসহ উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। উল্লেখ্য, চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ জহিরুল ইসলামকে পদায়ন করা হয় গত মঙ্গলবার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মোহাম্মদ জহিরুল ইসলাম উপ-সচিব (পরিকল্পনা-২) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্বরত ছিলেন। অত্যন্ত মেধাবী ও বিচক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম ২৪ তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এর আগে ১৯৯৩ সালে কুমিল্লার জাহাপুর কমলা বান্দা একাডেমি থেকে এসএসসি, ১৯৯৫ সালের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে কৃতিত্বের সহিত এইচএসসি পাশ করেন।এরপর বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। অবশ্য স্নাতক সম্মান ডিগ্রী অর্জনের পরপরই ২৪ তম বিসিএস বিসিএস এর মাধ্যমে ২০০৫ সালে বাগেরহাট জেলায় কমিশনার হিসেবে যোগদান করেন। এরপর চাকুরি রত অবস্থায় এমএসসি ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন যুক্তরাজ্যের ব্যাডপোর্টশায়ার ইউনিভার্সিটি থেকে। এরপর সাসটেনেবল লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট কোর্স সম্পন্ন করেন নেদারল্যান্ড থেকে। বাগেরহাট জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদানের পর চাঁদপুর প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রাখায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি দায়িত্ব পালনের সুযোগ পান। সেই ধারাবাহিকতায় রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। উপ-সচিব হিসাবে স্থানীয় সরকার বিভাগ সর্বশেষ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে কৃতিত্বের সহিত দায়িত্ব পালন করেন। প্রজাতন্ত্রের এ চৌকস কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সরকারি কাজের বাইরে যতটুকু সময় পাবো চুয়াডাঙ্গা বাসী জনসাধারণের সামাজিক উন্নয়নের জন্য সেই সময়টুকু ব্যয় করতে চাই। এজন্য জেলার আপামর জনসাধারণের সার্বিক সহযোগিতাও চান এই কর্মকর্তা। এদিকে, চুয়াডাঙ্গার বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমাকে যুব উন্নয়ন অধিদপ্তরের Acceleration and Resilience for NEET প্রজেক্টের উপ-পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। শুক্রবার বিদায়ী জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা নতুন কর্মস্থলে যোগদানের জন্য রওনাহয়েছেন বলে জানা গেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31