
রুহুল আমিন রুকু : জুলাই-আগষ্ট অভ্যুত্থানের সকল শহীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুড়িগ্রাম উলিপুরের পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শহীদ আশিকুর রহমান আশিকের কবর জিয়ারত ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের সমাধিত শহীদ আশিকুরের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাত করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, উলিপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল, যুগ্ম-আহ্বায়ক রমজান আলী কবির, আসাদুজ্জামান লিখন, রাজিবুল হাসান রিয়াদ, বুড়াবুড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু রায়হান, বিএনপি বুড়াবুড়ি ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল কাদের শামীম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি আখের খন্দকার, সাধারণ সম্পাদক মিলজার রহমান লায়ন প্রমুখ। শহীদ আশিকসহ জুলাই-আগষ্ট অভ্যুত্থানের সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় করে দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি আব্দুস সামাদ আজাদী।










