বাবা ছেলে সহ বিরুদ্ধে ১০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা
Spread the love

মোঃ হাবিব : এবার চাঁদাবাজি, ভুমি জবরদখলসহ বেশকিছু অভিযোগ তুলে ঠাকুরগাঁও আদালতে আওয়ামীলীগের সাবেক দুই এমপিসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি দায়ের করেন সদর উপজেলার শিবগঞ্জ পারপুগী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুল ইসলাম বাবলু। তিনি আজ মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলাটি দায়ের করেন। পরে আদালতের বিচারক রহিমা খাতুন থানায় এজাহার হিসেবে নথিভুক্তের নির্দেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা গেছে, আসামিরা হলো ঠাকুরগাঁও দুই আসনের আওয়ামীলীগের সাবেক এমপি দবিরুল ইসলাম,ও তার ছেলে সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজন, মমিরুল ইসলাম সুমন , বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালু ডোঙ্গা, একই উপজেলার তাঁতীলীগের সভাপতি সাদেকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান শামীম, মহিষমারি গ্রামের ইসাহাক আলীর ছেলে হুমায়ূন কবির, কলেজপাড়ার মৃত তসলিম উদ্দিনের ছেলে আদম আলী, বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ির মৃত শামসুলের ছেলে আমিনুল ইসলাম ও মমিনুল ইসলাম ভাসানী, হরিনমারি সরকারপাড়ার মৃত মফিরতের ছেলে মতিন, বেলসাড়া গ্রামের মৃত রহমান আলীর ছেলে জুলফিকার আলী,বামুনিয়া পাড়িয়া গ্রামের মৃত তহিদুল ইসলামের ছেলে ফজলে রাব্বী রুবেল, রাঙ্গাটলি ভানোর গ্রামের দবিরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম, আমজানখোর ইউনিয়নের মোড়ল বস্তি গ্রামের মৃত আকালুর ছেলে লাজিব উদ্দীন কালঠু, একই ইউনিয়নের উদয়পুর বাগানবাড়ি গ্রামের পিতা ঝরুয়ার ছেলে মুনছুর, কাশিডাঙ্গা গ্রামের মৃত ইদ্রিশ আলীর ছেলে আজহার আলী, হরিনমারী সরকারপাড়া গ্রামের খতিবতের ছেলে আশরাফুল, সর্বমঙ্গলা বড়বাড়ি গ্রামের মোজাফর রহমানের ছেলে আরজু লিটন, বড়পলাশবাড়ী পূর্ব বড়গাছিয়া গ্রামের শহীদের ছেলে আবু শাহীন, বালিয়াডাঙ্গী উপজেলা চড়ইগতি গ্রামের ইলিয়াসের ছেলে লাবলু, দোগাছি চাড়োল গ্রামের মৃত কফিজুল হকের ছেলে জিল্লুর রহমান, ভাঙ্গাটুলি ভানোর এলাকার মৃত উলফত উদ্দিনের ছেলে রফিক বিডিআর, আমজানখোর ইউনিয়নের কাশিবাড়ি গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে শাহজাহান, বালিয়াডাঙ্গী ঢেকনাপাড়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে আব্দুর রাজ্জাক, আমজানখোর ইউনিয়নের মাহাতবস্তি গ্রামের আকালু ডোঙ্গার ছেলে বাবু, আমজনখোর ইউনিয়নের রত্নাই মারাধার গ্রামের জসীমউদ্দীনের ছেলে তাজু মেম্বার। এচাড়াও অজ্ঞাত আরো ২০ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি।

মামলার বাদি হাবিবুল ইসলাম বাবলু জানান, বালিয়াডাঙ্গী উপজেলায় ৯০ একর জমি রয়েছে। তারমধ্যে দখলে রয়েছে ২০ একর বাকি জমি মামলার আসামীগন দখল করে রেখেছে। আশা করছি আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবো। এ বিষয়ে মামলার আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন জানান, মামলাটি আমলে নিয়ে থানায় এজাহারের হিসেবে গন্য করতে বলা হয়েছে। আমরা আশা করছি মামলা নথিভুক্ত করে আসামীদের আইনের আওতায় আনবেন পুলিশ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31