প্রশাসনের ঢিলেঢালার সুযোগে মন্দির ভাংচুর করে জমি দখলের চেষ্টা।
Spread the love

কাজী আহসানুল হাবিব : গাজীপুরের কালিয়াকৈরে, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে মন্দির ভাংচুর করার অভিযোগ উঠেছে স্থানীয় লেবু ঠিকাদার গংদের বিরুদ্ধে। গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় রংগার টেকে এ ভাংচুরের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় সনাতন ধর্মাবলম্বীরা মন্দির ভাঙচুরের বিরুদ্ধে বিক্ষোভ করে, গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকা সড়ক অবরোধ করলে, যান চলাচল বিঘ্নিত হয়।ভাঙচুরের এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দু’জনকে গণপিটুনি দিয়ে একজনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ঘটনাস্থলে গিয়ে জানা যায়,মন্দির কমিটির সদস্য হরিপদ জানান,তাদের এই মন্দিরটি ১৯৭২ সাল থেকে তারা মন্দির নির্মাণ করে এবং শ্মশান নির্মাণ করে তাদের ধর্মীয় কাজকর্ম করে আসছেন। হরিপদ আরো বলেন,২৯আগস্ট বৃহস্পতিবার অভিযুক্ত লেবু মিয়া আমাকে হুমকি দিয়ে বলেন,মন্দিরের ভেতরে তার ৫শতক জমি আছে, সে জমি তিনি দখলে যাবেন। তারই ফলশ্রুতিতে লেবু মিয়া গতকাল সকালে ৩০ থেকে ৪০ জনের দলবল নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের লোকনাথ মন্দির, কামাক্ষা মন্দির, শিব মন্দির, লক্ষীনারায়ণ মন্দির, দূর্গা মন্দির, শ্মশান মন্দির ও নাট মন্দিরের সীমানা প্রাচীর ভেঙে ভিতরে গিয়ে ব্যাপক ভাংচুর চালায় এবং নাট মন্দিরটি গুড়িয়ে দেয়।সংবাদ পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের বলেন, যারা এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করা হবে।স্থানীয় বিএনপি নেতা সাইজুদ্দিন মন্দির কর্তৃপক্ষকে আশ্বস্ত করে বলেন। আগামীকাল অর্থাৎ শনিবারের মধ্যেই মন্দিরটি পুন:র্নির্মাণ করতে যা যা করণীয় করবেন বলে মন্দির কর্তৃপক্ষকে জানান । এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর আহাদ আলী, বাংলাদেশ হিন্দু পরিষদ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এস পলাশ সরকার, কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পার্থ সরকারসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত লেবু মিয়াকে রাতেই গ্রেফতার করেছে,কালিয়াকৈর থানা পুলিশ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31