
ওমর ফারুক আহম্মদ: সাবেক স্বরাষ্ট্র প্রতিন্ত্রী লুফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায়ন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। আজ ২৮ আগস্ট বুধবার দুপুরে খালিয়াজুরী কলেজ মাঠে ঘটাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় মানববন্ধে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহব্বায়ক আব্দুর রফ স্বাধীন,যুগ্ন আহব্বাৃযক মাহবুর রহমান কেষ্ট সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকাল বক্তরা বলেন, বিগত সরকার ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে কারাগারে বন্দি করে রেখেছে । বর্তমানে সকারের কাছ ন্যায় বিচার আশা করছেন তারা। উল্লেখ্য,বিএনপি সরকারর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ২০০৭ সাল থেকে কারাগারে ২১শে আগস্ট গ্রেনেড বোমা হামলা মামলায় তাকে মত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়াও ১০ ট্রাক অস্ত্র মামলায়ও লুৎফুজ্জামান বাবর কে ফাঁসির আসামি।










