
রুহুল আমিন রুকু : কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর ঝাপুরভিটা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারপিট, দোকানঘর ভাংচুর ও মালামাল লুটপাটের ঘটনায় নুরনবী মিয়া নিজে বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে খোঁজ খবর নিয়ে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর ঝাপুর ভিটা গ্রামের ওসমান আলীর পুত্র নুর ইসলামের সাথে প্রতিবেশীদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। কোর্টে একাধিকবার উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দায়ের করে। সম্প্রতি বিবাদীপক্ষ কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বাদীর বিরুদ্ধে অভিযোগ এনে বিচার প্রার্থী হন। উভয় পক্ষের বক্তব্য শুনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদী-বিবাদীর আবেদনের বিষয়টি তদন্তের মাধ্যমে সমাধানের জন্য কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী ভূমি কমিশনারকে দায়িত্ব দেন। এরই মধ্যে অভিযোগকারী বাদীপক্ষ কোন প্রকার কারণ ছাড়াই গত ২৬ আগস্ট ভিকটিম আপেল মিয়ার উত্তর কুমরপুর ঝাপুর ভিটা সরকার পাড়া দাখিল মাদরাসার পাশে মুদি ব্যবসা প্রতিষ্ঠানে আসামীগণ পূর্ব পরিকল্পনামতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। আসামীগণ বাদী নুর ইসলামের পুত্র আপেল মিয়াকে এলোপাতারী কিলঘুষি মারিয়া ছিলা ফুলা জখম করে। এসময় মুদি দোকানের ক্যাশ বাক্সে রক্ষিত ৫৫ হাজার টাকা, দুইটি টার্চ ফোন, একটি বাটন ফোন চুরি করে নেয়া সহ ২৪ ইঞ্চি দুটি মনিটর, একটি সিলিংফ্যান লাটি সোটা দিয়ে আসামীরা ভাংচুর করে। সেই সাথে আসামীরা দোকানে রক্ষিত মনোহরী মালামাল যার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনার সাথে জড়িত আসামীরা হলেন- নুরনবী মিয়া (৩৬), শফিকুল ইসলাম (২৮), রুবেল মিয়া (২৫), মোস্তাফিজুর রহমান (৩০), নজরুল ইসলাম (২৫) সহ অপরিচিত আসামীগণ। এ ঘটনায় নুর ইসলাম নিজে বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।










