
এম কে কামরুল ইসলাম : চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে আনসার সদস্যরা। রোববার ২৫শে আগস্ট দুপুর ১২ ঘটিকায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে তারা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে আনসার সদস্যরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন স্হানে ।আনসার সদস্য সাকিব মিয়া বলেন, আমরা আনসার সদস্য। আমরাদের একটাই দাবী আমাদের জাতীয় করণ করতে হবে। ১৯৪৮ সাল থেকে আমরা সংগঠিত আনসার বাহিনী। কিন্তু আমাদের দাবীগুলোর বিষয়ে আমাদের উর্ধ্বতনরা কোন খোঁজ খবরই নেন না। আমরা এই বৈষম্য দূর করতে চাই। আনসার সদস্যদের আরেক সদস্য তাহমিনা বলেন, আমরা নানাভাবে বৈষম্যের স্বীকার হচ্ছি। আমাদের জাতীয় করণ করতে হবে। আমাদের এটাই হচ্ছে মূল দাবী। কাজের জন্য জেলা অফিসে গেলেও হয়রানির শিকার হই। আমাদেরকে প্রতিবছর ৬ মাস থেকে ৮ মাস অবসর থাকতে হয়। যখন আমাদের কোন কাজ থাকে না, তখন আমাদের সরকার কর্তৃক কোন ধরনের সহযোগিতা কিংবা রেশন দেয়া হয় না। তিনি আরও বলেন, অস্ত্রধারী এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে কেন আমরা অবসরে থাকবো। এসব বৈষ্যম্য দূর করতে হবে। আর না হয় আমাদের এই দাবী আদায়ের কর্মসূচি চলমান থাকবে।











