বারহাট্টায় চলাচলের রাস্তা বন্ধ করায় অভিযোগ
Spread the love

নেত্রকোণা বারহাট্টা উপজেলা বারহাট্টা সদর ইউনিয়নের বারহাট্টা জামে বড় মসজিদ বৃকালিকা গ্রাম। ইসপিঞ্জাপুরে গ্রামের সুফিয়া আক্তার কর্তৃক ইটের বেড়া ও মাটি ফেলে নিয়ে অভিযোগ।বাদি হয়ে গত ১৬ এপ্রিল ২০২৪ইং মাননীয় অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আদালত নেত্রকোণা একটি দরখাস্ত দায়ের করেন। বিবিধ দরখাস্ত নং ৩৩৯/২০২৪ইং।এবং বারহাট্টা থানায় জিডি করা হয় জিডি নং ১৫৭৫।বারহাট্টা থানা আইন শৃংখলা সতকীকরণ নোটিশ আবেদন ভিত্তিতে কোর্ট দরখাস্ত নং ৩৩৯/২০২৪ইং ১৬-০৪-২০২৪ ইং ধারা-ফৌঃ কাঃ ১৪৫ ধারার বিধান মতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট,আদালত, ১ম ২য় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে যুক্তি তর্কের জন্য বিজ্ঞ আদালতে হাজির হওয়ার জন্য ধার্য করা হইয়াছে। সেইমতে উভয় পক্ষকে নালিশী ভূমিতে বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক নিজ নিজ অবস্থানে করিয়া ১৪৫ ধারার বিধান মতে শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া আদালতে নির্দেশ পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।বাদী মামলায় উল্লেখ করেন বারহাট্টা উপজেলাধীন বিআরএস জেএল ৭৮নং জেলস্থিত বৃকালিকা মৌজার ৫৭নং বিআরএস। ১২৮নং দাগ ।মোঃ দেলোয়ার হোসেন ওরফে ফারুক বলেন
মামলা থাকায় অবস্থা কি ভাবে ভাঙ্গচুর করে ইটের দেওয়াল নির্মাণ করে রাস্তায় বন্ধ করে।মুজিবুর আলতাফ ফারুক শাজাহান ছেল মেয়েরা স্কুল, মাদরাসায় পড়ুয়া ছেলে মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে গৃহ বন্ধি জীবন কাটাচ্ছেন।সুফিয়া আক্তার এর জায়গার সঠিক কাগজপত্র নেই।আমাদের এখন প্রায় ৮-১০ টা পরিবার চলাচল ইতি মধ্যে বন্ধ, আমরা সকলের সহযোগিতা কামনা করি।

সুফিয়া আক্তার সাথে যোগাযোগ করে উনাকে না পেয়ে উনার ছেলের সাথে কথা বলার পর তিনি বলেন নিউজ না করা জন্য। আর নিউজ করলে কোন সমস্যা হলে তিনি বলছে আইন গত ব্যবস্হা নিবেন।উনি কোন বক্তব্য না দেওয়া মত প্রকাশ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন সরকারি নায়েব ঘটনা স্হালে পাটানো হয়েছে।বাংলাদেশ সেনাবাহিনী জায়গা সঠিক নিয়মে মাপ করে তার পর একটা ব্যবস্হা নিবে।মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, আইন শৃৎখলা বজায় রাখতে উভয় পক্ষকে নোটিশ প্রদান করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31