
মোঃ ইয়াকুব আলি,প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুরে রংপুরের ৮ উপজেলার বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ভারতীয় চক্রান্তের কারণে আকস্মিক ভাবে বন্যার প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।
রংপুরের পীরগাছা উপজেলার মিছিলটি স্থানীয় জে এন উচ্চ বিদ্যালয় গেটের সামন থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেন। উপজেলা পরিষদ চত্বর ঘুরে ইউনিয় পরিষদ মোড় হয়ে শাপলা চত্বর হয়ে পীরগাছা কলেজ মাঠে প্রবেশ করে ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরণের শ্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা । বিক্ষোভ মিছিলটি পুনরায় পীরগাছা কলেজ থেকে বের হয়ে হয়ে শাপলা চত্বর হয়ে রেলস্টেশন দিয়ে পুনরায় জে এন স্কুল গেটের সামনে গিয়ে শেষ হয়েছে । এসময় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিলেন।
ভিউ: ২৩১










