উলিপুরে হিন্দু মহাজোটের মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত
Spread the love

কুড়িগ্রামের উলিপুরে হিন্দু মহাজোটের মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ,১১ আগস্ট দুপুরে
উলিপুর বড় মসজিদ মোড়ে দুপুরে হিন্দু সম্প্রদায়ের স্বাধীনতা ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শেষে গণেশ দত্তের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন স্বপন কুমার সাহা, অলক কুমার সরকার , এ সময় সহমত পোষণ করে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী, মমিনুল ইসলাম, আবু জাফর সোহেল রানা প্রমুখ। এ সময় বক্তারা বলেন উলিপুরে হিন্দু সম্প্রদায়ের উপর কেউ যেন অন্যায় অবিচার না করা হয় । কেউ চেষ্টা করলে সারাদেশে হিন্দু মহাজোটের বৃহত্তম কর্মসূচির ডাক দেওয়া হবে। পথ সভা শেষে একটি রেলি শহরের মুল সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় উপজেলার পৌরসভা সহ ১৪ টি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের প্রায় পাঁচ হাজার সাধারণ লোকজন পুরুষ ও মহিলারা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31