
সকল প্রকার দূর্বৃত্তায়ন ও সহিংসতা প্রতিরোধে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম এনামুল হক।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে গড়ুইখালী ইউনিয়নের শান্তা বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি, এসময়ে তিনি বলেন খুলনার গণমানুষের নেতা রকিবুল ইসলাম বকুল ও আজিজুল বারী হেলাল এর নির্দেশনায় আপনাদের একটা বার্তা দিতে চাই। বিএনপি আজ ১৫/১৬ বছর ধরে যে জেল-জুলুম নির্যাতন ও ত্যাগ তিতিক্ষা সহ্য করেছে সেগুলো আমরা বৃথা যেতে দেব না। এজন্য আগামী ২৪ ঘন্টার মধ্যে সকল নেতাকর্মীদের জনগণের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতাসহ তাদের জান মালের নিরাপত্তায় নিজেদের নিয়োজিত রাখার আহবান জানিয়েছেন উপজেলা বিএনপি’র এ নেতা। গড়ুইখালী বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান জোয়ার্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আসলাম পারভেজ। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কলিঙ্গ রাজ মন্ডল, জেলা ছাত্রদল সহ-সাংগঠনিক ওবায়দুলল্লাহ্ সরদার, সহ- সভাপতি মুকুন্দ মোহন বৈদ্য, যুগ্ম-সাধারণ সম্পাদক নীলাদ্রি কুমার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক যগেশ্বর কার্তিক,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল বাসার বাচ্চু, নাজির হোসেন সরদার, যুগ্ম-সাধারণ মোঃ নজরুল ইসলাম সরদার, হাফিজুর সরদার, জিএম আফজাল হোসেন, সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ হাবিবুর রহমান মিস্ত্রি, বিহারী বাবু, যুবদল নেতা শাহআলম, রানা, ইমরান, ফারুক, আব্দুল্লাহ সহ শত শত নেতাকর্মী।










