
গতকাল স্বৈরাচারী হাসিনা সরকারের পদত্যাগে ও দেশ ত্যাগের খুশিতে চাটখিল উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মমিনপুর দেওয়ানবাড়ি সংলগ্ন মসজিদে আন্দোলনে রক্ত শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়াও মিষ্টি বিতরণ করার পর সর্বসাধারণ মানুষের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন , সাহাপুর ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতা জনাব শাহ্ জামাল সাহেব, জনাব আরজু সাহেব, মোঃ আজিম, মোঃসাকিল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
ভিউ: ৩২২










