
আলমডাঙ্গায় হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ণ মিছিল করেছে জামাত ইসলাম।
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করেছে
তারই প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ও ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যেগে এক বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার ছাত্রজনতা মুহুর্মুহুর স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। সমাবেশ শেষে সমগ্র শহর প্রদক্ষিন শেষে আল তায়েবা মোড়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। উপজেলা সেক্রেটারি মামুন রেজার সঞ্চালনায় ও আমীর দারুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জামায়েত আমীর রুহুল আমীন। এসময় প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়া, প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান, আনন্দ উল্লাসের নামে সব ধরনের সহিংসতা এড়িয়ে চলা, দুষ্কৃতিকারীরা বা অনুপ্রবেশকারীরা যেন সহিংসতা করতে না পারে সে দিকে সকলেরই নজর রাখতে হবে। মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। আমরা এই দেশটাকে নতুন করে সংস্কার করতে চাই। সকলের প্রিয় মাতৃভূমিকে নিয়ে যেন আর কেও খেলতে না পারে। এসময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াত সেক্রেটারি এ্যাডভোকেট আসাদুজ্জামান, সহ সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, উপজেলা পৌর জামায়াত নেতা নুর মোহামম্মদ হুসাইন টিপু, উপজেলা পশ্চিম অঞ্চলের আমির আব্বাস উদ্দিন, জামায়াত নেতা শফিউল আলম বকুল, শিবিরের জেলা সভাপতি হাফেজ মহসীন, রবিউল ইসলাম, আখতারুজ্জামানসহ প্রমুখ।










