
ফরিদপুরে বিএনপির পৃথক কর্মসূচি থেকে নেতাকর্মীকে সব ধরনের বিশৃঙ্খলা পরিহার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
এ সময় তিনি বলেন, স্বাধীনতার পর এত বড় বিজয় দেশের মানুষ দেখেনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, দেশে যেন কোনো রকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। এজন্য সবাইকে ধৈর্যধারণ ও শান্ত থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ। অপরদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতাসহ বিএনপির নেতাকর্মীর স্মরণে বিকেল ৪টার দিকে শহরের ময়েজ মঞ্জিলে দোয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তরের মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ কে কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মহানগরের সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা বিএনপির সদস্য নুরুজ্জামান চৌধুরী পংকজ প্রমুখ।










