
তরুনরা একতাবদ্ধ হব,সু-শিক্ষায় সমাজ গড়ব, গাছ লাগান পরিবেশ বাঁচান” শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শিক্ষা নিয়ে কাজ করা সামাজিক সংগঠন এসোসিয়েশন ফর ডেভলপমেন্ট অব কিশোরগঞ্জ (এ্যাডকিউ) এর আয়োজনে ৩ আগস্ট শনিবার দুপুর ২ঘটিকায় মাস ব্যাপি বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে কিশোরগঞ্জ উপজেলার স্থানীয় ২টি মাদ্রাসায় বৃক্ষরোপন করা হয়। বৃক্ষরোপন কর্যক্রমের উদ্বোধন করেন কবি,লেখক নাট্যকার আজহারুল ইসলাম আল আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি লেখক,সাংবাদিক ও এসোসিয়েশন ফর ডেভলপমেন্ট অব কিশোরগঞ্জ (এ্যাডকিউ) এর সভাপতি আব্দুল মান্নান,কিশোরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ,কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুশা দারুল হাদিস ইসলামিয়া হাফিজিয়া ও কিন্ডার গার্টেন মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ, পুটিমারী ইউনিয়নের দারুল কুরআন হুসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মাওলানা আলীমুল ইসলাম,রাজধানী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি আজাদ হোসেন আওলাদ মিয়া ও সাংবাদিক শেখসাদী প্রমূখ।










