
জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ উপলক্ষে জেলা প্রশাসন মাগুরার তত্ত্বাবধানে ও মৎস্য অধিদপ্তর মাগুরার আয়োজনে ৩১ জুলাই বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদির ,ব্জেলা সিভিল সার্জন মোঃ শামীম কবির, উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা কৃষিবিদ মোহাম্মদ ইয়াছিন আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মাগুরা ডাঃ মিহির কান্তি বিশ্বাস ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকার। অনুষ্ঠান শুরুর পূর্বে সকাল ১০ টায় উন্মুক্ত পুকুরে মাছের পোনা অবমুক্ত করন করা হয়। মাছের পোনা অবমুক্ত করন উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি রালী বের করা হয়। রালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে জেলার সেরা ৪ জন মৎস্যজীবিকে পুরস্কার প্রদান করা।সভায় জেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার কবির বলেন যে, আমদের দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১২% লোক মৎস্য খাতে জীবিকা নির্বাহ করে,১৪ লক্ষাধিক নারী প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মৎস্য খাতে জড়িত, ৬০% প্রাণীজ আমিষের যোগান দেয় মৎস্য খাত এবং ২০২৩/২০২৪ অর্থ বছরে মৎস্য খাত হতে ৪৪৯৬.৩৮ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করা হয়।আর ইলিশ আহরণে বিশ্বে আমরা প্রথম স্হানে।










