
কামারজানি গিদারী আনালের ছড়া পার বাগুরিয়া সহ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে শাহ সারোয়ার কবির, সংসদ সদস্য গাইবান্ধা ২
অসহায় দুঃস্থ ও পানি বন্দি মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সদর আসনের মাটি ও মানুষের নেতা তৃণমূল আওয়ামীলীগের প্রাণ,,, সদর বাসীর প্রাণ ভোমরা হৃদয়ের মনি ,, মাননীয় এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য !!!!
জননেতা শাহ সারোয়ার কবীর, বিভিন্ন এলাকায় গিয়ে পানিবন্দি পরিবারদের খোঁজখবর নেন।গাইবান্ধায় বন্যা প্লাবিত পানি বন্দী পরিবারদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া শুকনা খাবার চাল ঔষধ বিতরণ করেন।
বন্যা দূর্গতদের মাঝে চাল বিতরণ,এর পর শুকনা খাবার এবং বন্যা পরবর্তী সময়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন সম্মানিত সংসদ সদস্য ব্রহ্মপুত্র নদীর পাশে থাকা অব্দাবাদের অবহেলিত রাস্তাটি কাজ করার প্রতিশ্রুতি দেন, এতে করে কামারজানী কাউন্সিল বাজার গোরাইন বাগুড়িয়া সহ কয়েকটি ইউনিয়নের চলাচল করার জন্য ভালো হবে রাস্তার কাজটি হলে এমনটি জানিয়েছেন এলাকাবাসী। আরো বলেন সংসদ সদস্য শাহ সারোয়ার কবির,একটি মাদ্রাসার জন্য এক লাখ টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। মাদ্রাসা শিক্ষকরা বলেন এমন সংসদ সদস্য গাইবান্ধা সদরে থাকলে গাইবান্ধা ডিজিটাল গাইবান্ধায় পরিণত হবে।










