
‘সবুজে সাজাই বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাব কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ এর উদ্ধোধনী অনুষ্ঠান আজ (সোমবার) সকালে রাঙ্গামাটি সদরস্থ শহীদ আব্দুল আলী একাডেমীতে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও মহান জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব দীপংকর তালুকদার, এমপি মহোদয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়।
এসময় পুলিশ সুপার মহোদয়সহ আগত সম্মানিত অতিথিবৃন্দ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ এবং ঔষধীসহ নানান প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বৃক্ষর










