
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা বাতিলের দাবিতে ২য় দিনের মতো বরিশাল-পটুয়াখালী- নলছিটি মহাসড়ক অবরোধে জনগণের ভোগান্তি।
সরকারি চাকুরিতে কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের আদেশের প্রতিবাদে মাথায় কাফনের কাপড় পড়ে ২য় দিনের মতো বরিশাল-পটুয়াখালী-নলছিটি মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।আজ( বৃহস্পতিবার ৪ই জালাই) সকাল ১২ টা থেকে বিকাল ৪ টায় পর্যন্ত প্রায় ৪ ঘন্টা যান চলাচল বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়ে স্থানীয় ও দূরপাল্লার যাত্রীরা।বরিশাল-পটুয়াখালী-নলছিটি মহাসড়কে প্রায় ৮ কিমি যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা জানান, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা অবরোধ চালিয়ে যাব। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়ার পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
ভিউ: ৩১২










