
বরিশাল নদী বন্দর সংলগ্ন একতলা লঞ্চঘাট ও বালুর ঘাট দখল নিয়ে শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
এ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় লঞ্চঘাট এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ঘাট দখল নেয়া ও বাধা দেওয়ায় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মড়হা দিয়েছেন সাবেক ইজারাদার খান হাবির ও মির্জা আবুয়াল হোসেন অরুনের লোকজন। পরিস্থিতি সামাল দিতে লঞ্চঘাটে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।সোমবার ১লা জুলাই বেলা ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত একতলা লঞ্চঘাট ও বালুর ঘাট দখল নিয়ে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।সরেজমিন গিয়ে জানা যায়, চলতি বছর বরিশালের একতলা লঞ্চঘাট ও বালুর ঘাটের ইজারা পায় মেসার্স হাসিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. হাসিবুল ইসলাম। সাবেক ইজারাদার খান হাবির ও মির্জা আবুয়াল হোসেন অরুনে ঘাটের দখল ছাড়তে রাজি না হওয়ায় এই ঘটনা ঘটেছে।
ভিউ: ৫৪৮










